ফেনী প্রতিনিধি :
মাদকে ভাসছে ফেনী।পুরো জেলা জুড়ে মাদকের আধিপত্য চলছে। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফেনী শহরের ব্রামন পুকুরের পশ্চিম ও দক্ষিন, রেলওয়ে ষ্টেশন এলাকার কলোনী গুলোসহ প্রতিদিন প্রক্যাশ্যে অর্ধশতাধিক স্পটে লাখ লাখ টাকার মাদক বানিজ্য হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, শহরের রাজাঝি দিঘীর পাড়, রেলওয়ে ষ্টেশন, ব্রাহ্মণ পুকুর পাড়ে, সহদেবপুর, তালতলা, রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা, আপ্যায়ন আপরোজ টাওয়ার সংলগ্ন গলি, ফেনী পৌরসভার আশপাশে, সম্রাট ফ্লাওয়ার মিলের পাশে, পশ্চিম উকিল পাড়া, রামপুর বালিকা বিদ্যালয়ের পাশে, সদর হাসপাতাল আশপাশ, লালপোল বেধে পল্লী, লালপোল বাস স্ট্যান্ড, মহিপাল ফ্লাইওভারের নিচে, মহিপাল ফিসারী এলাকা, মহিপাল বাস স্ট্যান্ড, পুরাতন জেল খানার আশপাশ, হাজারী রোডের দুই পাশ ও আবাসিক হোটেল গুলোর আশপাশ, আরামবাগের সুইমিংপুলের র্ভিতরে, সহ অর্ধশতাধিক স্পটে প্রতিদিন প্রকাশ্যে গঁাজা, ইয়াবা, বাংলা মদসহ সকল প্রকার মাদক বিক্রি হচ্ছে। প্রতিদিন দুপুরের পর থেকে রাত ১১ টা পূর্যন্ত একটানা মাদক কেনা বেচা হয়। স্থানীয় বাসিন্দা আহাম্মদ করিম জানান, সরকার পরিবর্তের পর থেকে প্রশাসন ঐ সকল স্পটে অভিযান না করায় প্রতিদিন সবজি বাজারের মতো প্রক্যাশ্যে মাদক সেবন কারিরা মাদক কিনে নিচ্ছে। এতে এলাকায় উঠতি বয়সী যুবক ও এলাকার ছাত্ররা হুমকির মুখে রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, চেওহরিয়া এলাকার এলবেন, মিয়া বাড়ীর রুবেল, রফিকুল ইসলাম, ঠাকুর বাড়ীর শিবু, একই এলাকার সোয়াইব ও বাবলু চন্দ্র দাশ, লালপোলের সোহেলসহ একটি চক্র তুলাবাড়ীয়া সেলফি রোড এলাকায় প্রকশ্যে মাদক বিক্রি হচ্ছে। এনিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌখিক অভিযোগ করলেও তারা তেমন কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাঝে মধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনলেও কয়েকদিন পর ফের মাদক বিক্রি শুরু হয়। কিছুদিন আগে মাদকের টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে দুজনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় ফেনী ডিএনসি নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট কিছু স্পষ্টেও অভিযান চালানো হয়েছে। এ ছাড়াও নিয়মিত মামলা দায়েরসহ মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথ সভা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।