দৈ. কি.ডেস্ক : বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই যোগ্য উত্তরসূরী প্রতীক হাসান ও প্রীতম হাসান। দুজনেই বাংলাদেশের গানের ভুবনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতীক হাসান অনেক আগেই শ্রোতা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে প্রীতম হাসান রয়েছেন গানের ভুবনে আলোচনার শীর্ষে।
এ বিষয়ে প্রতীক বলেন, একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপা’র প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই যেন আগামীতেও আমি আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই।
প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখনপর্যন্ত ইউটিউবে ৭০ লক্ষ’রওবেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ২০১৭ সালে প্রকাশিত প্রতীক ও নাওমির গাওয়া ‘বেইয়াইন সাব’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটি তিন কোটিওর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম। সুর করেছেন প্রীতম হাসান।