ঢাকা১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

কটিয়াদীর অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় কোটি টাকা

admin
জুন ২২, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :   কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলের দোকান ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দোকান মালিকরা। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।

শুক্রবার ২১ জুন রাতে ক্ষয়ক্ষতির এই পরিমাণের কথা জানায় ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৫টার দিকে উপজেলা সদরের পুরাতন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কটিয়াদী ফায়ার সার্ভিস ইনচার্জ আতিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা সদর বাজারে তেলের দোকান ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কটিয়াদী পুরাতন বাজারের মেসার্স দেবনাথ রাধানাথ ট্রেডার্স নামের একটি দোকানে এই আগুনের ঘটনা ঘটে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে থাকা বিভিন্ন জ্বালানি তৈল, রাসায়নিক সার ও কীটনাশক পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।