ঢাকা১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

কলেজের প্রশাসনিক ভবনে তালা

admin
জুলাই ১, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষক সংকট দূরসহ পাঁচ দফা দাবিতে সপ্তাহখানেক ধরে চলা আন্দোলনের অংশ হিসাবে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুশিয়ারী দেন। এরপর দাপ্তরিক কাজে বরিশালের বাইরে থাকায় কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলামকে ছাড়াই অন্যান্য শিক্ষকরা তাদের ডেকে নিয়ে সভা করেন। তবে কলেজ অধ্যক্ষ মঙ্গলবার বরিশাল ফিরলে ফের সভা হবে বলে জানান শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়াসহ অন্যান্যরা।

তবে মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরতরা। দাবি আদায়ে না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলে জানায় তারা।

শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো- বহুতল বিশিষ্ট হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম নির্মাণ এবং কলেজগেট আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি এবং পরিবহন ও শিক্ষক সংকট নিরসন। এ দাবিগুলো আদায়ে তারা স্মারকলিপি পেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সবশেষ ব্লকেড করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫% হল সুবিধা ভোগ করেন। বর্তমানে কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।