কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর বনগ্রাম-সারুটিয়া খেয়া ঘাট নিয়ে সমঝোতা বৈঠক চলার সময় ইজারাদারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।শুক্রবার (৪ জুলাই) বিকেলে খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম ঘাটে ইজারাদার মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়দের মধ্যে বৈঠক হচ্ছিল। হঠাৎ কিছু লোক হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, ইজারাদার ও তার লোকদের উপর চেয়ার দিয়ে হামলা করা হচ্ছে। এতে মোয়াজ্জেম হোসেন ও তার ভাই সাংবাদিক ফিরোজ হোসেন আহত হন।
আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ফিরোজ হোসেনকে কুষ্টিয়া ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। তিনি জানান, তারা বৈধভাবে জেলা পরিষদ থেকে ঘাট ইজারা নিয়েছেন, কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসী দখল নিতে দিচ্ছে না। তাই স্থানীয় নেতাদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। বিএনপি নেতা আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, স্থানীয় মাঝিরা দুই শত বছর ধরে এই ঘাট পরিচালনা করছেন, বাইরের ইজারাদার আসায় অনেকেই ক্ষুব্ধ। বৈঠকে সমঝোতা হচ্ছিল, ঠিক তখনই হামলা হয়।