জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাবি শাখা ছাত্রদল। উক্ত মিছিলটি মহুয়া মঞ্চ থেকে প্রক্টর অফিস এরপর প্রশাসনিক ভবনে ভিসি বরাবর স্মারক লিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনের জঙ্গল থেকে অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলা হয়েছে।
এর আগে উক্ত স্থান চিহ্নিত করে লাল পতাকা ঝুলিয়ে দিলে শিক্ষার্থীদের বাধায় প্রশাসন সরে আসে। ঘটনার পর উপাচার্য ঘটনাস্থলে যান এবং মন্তব্য করেন ” আমি জানতাম না এতগুলো গাছ কাটা হয়েছে।
প্রকল্প পরিচালক যদি বলে উনি জেনে থাকেন তবে এটি কিভাবে হলো তা আমি বুঝতে পারছি না” বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শুরুর আগেই ৮ মে শিক্ষা মন্ত্রণালয় মাস্টারপ্ল্যান সংশোধনের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী মোঃ জহিরুল ইসলাম বলেন ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়। সবুজ সৌন্দর্য আমাদের অহংকার, আর গাছগুলো হলো আমাদের প্রাণ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যে ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে, তা চরম দায়িত্বহীনতা ও অপরিকল্পিত সিদ্ধান্তের ফল।এখানে হঠাৎ করে দেখতে পাই ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত প্রকল্প উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে ৩০ টি গাছ কাটা হয়, এখানে কোনো প্রকার কোনো পরিকল্পনা ছাড়া এসকল কর্মকর্তারা গাছ কেটে নিজস্ব স্বার্থ হাসিল করে যাচ্ছে। এই ঘটনার আমি প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকল্প পরিচালক নাসির উদ্দিন এবং প্রধান প্রকৌশলী আহসাস হাবিবের পদত্যাগ দাবি করছি।