দৈ.কি.ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তার সেই আশা পূরণ হয়নি। পাকিস্তানের আয়োজনে আসরটিতে দলের সঙ্গে থাকা হয়নি তার। সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি এই পর্যায়ে সামনে এসেছিল। বিসিবি ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহী ছিল না।
তবে এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশেষে মুখ খুললেন এই বাঁহাতি অলরাউন্ডার। সদ্য বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে কথা বলেছেন। যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা; সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, ‘দেখুন, আমার কোনো অভিযোগ নেই। তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি আরও খুশি হতাম।’
এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে, দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। যে নিষেধাজ্ঞা এখন কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগেই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি।
সাকিব জানান, সেক্ষেত্রে বর্তমান জাতীয় দলের সহকারী কোচ ওশৈশবের পরামর্শদাতা মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ ক্যাম্প করতে চেয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয়। বিসিবি সুবিধাজনকভাবে তার অনুরোধটি সে সময় উপেক্ষা করে। পরে বোলিং পরীক্ষায় পাস না করায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয় চ্যাম্পিয়নস ট্রফির দল।