জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জিয়াউল হক (৫৫) মারা গেছেন। শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে শুক্রবার জুমার নামাজের পর মেলান্দহের উত্তর জাঙ্গালিয়া এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সাজু মিয়ার নেতৃত্বে দলবল নিয়ে জিয়াউল হক ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলায় একই পরিবারের ৮ জন আহত হন, যাদের মধ্যে জিয়াউলের ছেলে মনির (১৮), স্ত্রী মরিয়ম (৪০), মেয়ে জান্নাতি (১৭), রুবেল, রেহানা, চাম্পা ও শিশু সোহান রয়েছে।
নিহতের বোন রেহেনা জানান, তাদের জমির বৈধ কাগজ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তা দখলের চেষ্টা করে এবং বাঁধা দিলে হামলা চালায়। ঘটনার পর জিয়াউলের ভাগিনা সবুজ হোসেন ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করেছে। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।