দৈ.কি.ডেস্ক : আইপিএল নিলামে কেউ আগ্রহ দেখায়নি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনের ওপর। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস কিনে নিয়েছে তাকে। এদিকে, আইপিএলে দল না পেয়েও টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছেন উইলিয়ামসন। তবে খেলোয়াড় হিসেবে নয়, অন্য ভূমিকায়।
শেষ মুহূর্তে আইপিএলে ধারাভাষ্য প্যানেলে যোগ দেওয়ার ডাক পেয়েছেন উইলিয়ামসন। টুর্নামেন্টের শুরুর ১০ দিনের জন্য তাকে ডাকা হয়েছে। অবশ্য এরপর আবার পিএসএলে খেলার জন্য চলে যেতে হবে তাকে।
বলে রাখা ভালো, আজ থেকেই শুরু হবে আইপিএলের ১৮তম আসর। ইডেন গার্ডেনসে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, চলবে ১৮ মে পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটে উইলিয়ামসনের গভীর জ্ঞান ও খেলার কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকার কারণে ধারাভাষ্য বক্স সমৃদ্ধ করবেন তিনি।
এই প্রথম আইপিএল ও পিএসএলের সূচি সাংঘর্ষিক হয়েছে। যদিও একসঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ দুটি প্রতিযোগিতা দেখার সুযোগ পাবে দর্শকরা। এবারের পিএসএল চারটি ভেন্যু- রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোরে হবে।