ঢাকা১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত সালিশি বৈঠকে হামলায় একজন নিহত

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে জমি সংক্রান্ত্র জেরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক ( ৬৫) উক্ত গ্রামেরই মৃত মোহাম্মদ আলী ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
রবিবার, ৪ ফেব্রুয়ারি দুপুরে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রানা সরকার জানান, প্রতিবেশী চাচাত ভাইয়ের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।রবিবার দুপুরে মিমাংসার জন্য পারিবারিকভাবে প্রতিবেশি সাথে সালিশ বসে। সালিশে মিমাংসা না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবার মাথায় দা’ দিয়ে হামলা চালায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুল মালেকের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলা প্রস্তুতি চলছে। তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।