নূর আহাম্মাদ পলাশ(কিশোরগঞ্জ প্রতিনিধি)
পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে আরেকটা ষড়যন্ত্রের মূলধাপ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং এবং আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আজ দুপুরে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দুপুর১২টা থেকে শুরু হওয়া রক্তদান কর্মসূচিতে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং নতুনদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়। এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সভাপতি মো: আমিরুজ্জামান, জাহাঙ্গীর আলম মোল্লা, ডা: আতিকুল সারোয়ার, এড. জালাল উদ্দিন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডা: এস কে এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মীর সাদ সৈকত প্রমুখ।