পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার শল্লার বিল আশ্রয়ণ প্রকল্পে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে স্থানীয়রা জানান, ঘর পেতে টাকা দিতে হয়েছে, আর যাঁরা টাকা দেননি, তাঁরা বঞ্চিত হয়েছেন। প্রাথমিক তদন্তে দুদক অনিয়মের সত্যতা পেয়েছে বলে জানায়। ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, বরাদ্দকৃত গম বিক্রি, নিয়ম না মেনে ড্রেজার দিয়ে মাটি ভরাটসহ নানা অনিয়ম হয়েছে।
প্রকল্পে ৪৩০টি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। কিন্তু প্রতিটি ঘর থেকে প্রায় এক লাখ টাকা করে আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ। প্রকল্প এলাকায় নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা—যেমন: পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা বা রাস্তাঘাট। ১০টি পরিবার মিলে একটি নলকূপ ব্যবহার করছে।
এছাড়া ঘর বরাদ্দে ১০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নেওয়া হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টদের যোগসাজশ রয়েছে বলে স্থানীয়দের দাবি। ভুক্তভোগীরা বলছেন, প্রকল্পটি দুর্নীতির কারণে ঝুঁকিতে পড়েছে। কয়েকজন বাসিন্দা মৃত্যুবরণও করেছেন, যাদের দাফন হয়েছে প্রকল্প সীমানার বাইরে।