ঢাকা২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

বৃষ্টি হলেই জমে পানি, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

admin
জুলাই ২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এতে ভোগান্তিতে পড়েন পরিষদে আসা সেবা প্রত্যাশীরা। গত কয়েকদিনের বৃষ্টিতেও পরিষদ প্রাঙ্গণে জমেছে পানি।

সোমবার দুপুরে ভৈরব উপজেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি জমে উপজেলার প্রবেশদ্বারসহ ঈদগাহ মাঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেবা প্রত্যাশীরা বিড়ম্বনায় পড়ছেন। সেখানে কেউ কেউ রিকশাযোগে পরিষদের ভেতরে যাচ্ছেন। আবার কেউ পায়ের জুতা খুলে কাপড় ভিজিয়ে যাচ্ছেন।

ভৈরব উপজেলা পরিষদে আসা এক সেবা প্রত্যাশী আব্দুস সাত্তার বলেন, একটি কাজে এসে দেখলাম উপজেলার গেট থেকে শুরু করে পুরো প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে নোংরা পানিতে ভিজে উপজেলার অফিসে গেছি।

ভৈরবের তরুণ সংগঠক শামীম রহমান জয় বলেন, ভৈরবে ছোটবড় অসংখ্য খালবিল ভরাটের কারণে সামান্য বৃষ্টি হলেই নানা জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে উপজেলা প্রাঙ্গণ, পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সরণী- এসব জায়গায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে করে ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে।

ভৈরবের এ সমস্যার স্থায়ী একটি সমাধানের দাবি জানান তিনি।

ভৈরব উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাকিলা বিনতে মতিন জানান, কয়েক দিনের বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গাসহ উপজেলা প্রাঙ্গণেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের জন্য খালবিল অবাধে ভরাটের কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার।

এ বিষয়ে ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, ভৈরবে নতুন নতুন বসতি স্থাপনের ফলে অসংখ্য খালবিল ভরাট হয়ে গেছে। ফলে শহরের পানি নিষ্কাশনে নানা সমস্যা হচ্ছে। এ কারণেই সামান্য বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তবে শহরের জলাবদ্ধতা দূরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।