ঢাকা১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

বৈষম্য শহীদের কবর জিয়ারত

admin
জানুয়ারি ১৬, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ.কি.ডেস্ক :  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী।

জানা যায়, ১৫ জানুয়ারি বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ রুবেলের কবর জিয়ারত করার জন্য জাওয়ার ইউনিয়নের পঞ্চগ্রাম গোরস্থানে যান। সেখানে তিনি শহীদ আত্নার মাগফেরাত কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী তার রুহের মাগফেরাত কামনা করেন। জিয়ারত শেষে তিনি শহীদ রুবেলের বাবা-মায়ের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রুবেলের বাবা ফরিদ উদ্দিন বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাদের বিচার যেন আমি দেখে যেতে পারি।

এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম খন্দকার, বিএনপির দামিহা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন ময়না সহ স্হানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিন-রাত মিরপুর-১৩ নম্বর এলাকায় ফ্যাসিবাদি পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশের গুলিতে রুবেলের মাথার মগজ রাস্তায় ছিটকে পড়েছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শোক কোনদিন ভুলার মতো না। আমার মা পাথরের মতো নিশ্চুপ হয়ে গেছে। প্রতিদিন রাতে মায়ের বিলাপ আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।