ঢাকা২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

ভৈরবে অটোরিকশাচালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

admin
জুলাই ৪, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশাচালক হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- লিটন, রব্বানী, জুয়েল ও কাজল। রায় ঘোষণা সময় প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে সোহেল ওরফে বদর খন্দকারের অটোরিকশা ভাড়া করেন আসামিরা। এদিন রাত ৯টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ সড়কের কালিকাপ্রাসাদ এলাকায় অটোরিকশাচালক সোহেলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

পরদিন সকালে কালিকাপ্রসাদ এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা করেন। পরে ২০২১ সালের ২২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন জিয়া।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।