যশোর প্রতিনিধিঃ
যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে। শনিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাজারে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি সদস্যরা এই সোনার বার উদ্ধার করে। আটককৃত হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেরকের ছেলে মেহেদী হাসান (২৫)। শনিবার দুপুরে বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বাইরে মুরাদগড় বাজার এলাকা হতে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ ২ জন পাচারকারী আটক হয়েছে।
আটককৃত ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অব¯’ায় ওই সোনারবারগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনারবারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে তারা সোনার বার নিয়ে মহেশপুরে যাচ্ছিল। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর জানান, আটককৃত সোনারবারগুলোর আনুমানিক দাম ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা এবং এ সময় জব্দকৃত ৩টি মোবাইলের দাম ৪৫ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামিদেরকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।