গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দড়ি জামালপুর গ্রামের যুবক জাহিরুল ইসলাম জাহিদ এখন দুম্বা খামার গড়ে তুলছেন। দিনাজপুরে ব্র্যাক এনজিওতে চাকরি করার সময় তিনি এক উদ্যোক্তার খামারে দুম্বা পালন দেখে অনুপ্রাণিত হন। এরপর শখ থেকে শুরু করেন নিজের খামার।
সাত মাস আগে তিনি ভারত থেকে তুর্কি জাতের পাঁচটি দুম্বা কিনেন, যার মূল্য পড়ে সাড়ে ৮ লাখ টাকা। মাচা পদ্ধতিতে খামার পরিচালনা করছেন এবং এরই মধ্যে একটি দুম্বা বাচ্চা দিয়েছে। আরও তিনটি গর্ভবতী রয়েছে। খামারটি বর্তমানে দেখাশোনা করছেন জাহিদের মা পারভীন বেগম ও ছোট ভাই জিন্না মণ্ডল।
দুম্বাগুলোকে নিয়মিত গোসল করানো হয় এবং দিনে তিনবার খাওয়ানো হয় খড়, ভুসি ও ঘাস। জাহিদ বলেন, “শখ ছিল ব্যতিক্রম কিছু করার। ঈদে কোরবানির জন্য দেশের বিভিন্ন এলাকায় দুম্বা ছড়িয়ে দিতে চাই।”
তিনি আরও জানান, এখনো প্রাণিসম্পদ অফিস থেকে কোনো সহায়তা পাননি। তবে সরকারি সহযোগিতা পেলে খামার বড় করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, জাহিদের খামার সম্পর্কে জানলে সহযোগিতা করা হবে।