শোরপুর প্রতিনিধিঃ
শোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোহাগ বলেন, যাদের বিরুদ্ধে ঋণখেলাপি বা দুর্নীতির অভিযোগ আছে, তাদের দল মনোনয়ন দেবে না। ক্লিন ইমেজের তরুণ, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদরাই এবার মনোনয়ন পাবেন। তিনি জানান, বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং করোনার সময়ও মানুষের পাশে থেকেছেন। তিনি দলের কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ ফ্যাসিস্টদের পুনর্বাসন করে বিত্তশালী হয়েছেন, এমপি হওয়ার আগেই ক্ষমতা চালাচ্ছেন। যদিও কারও নাম নেননি, তবে ইঙ্গিত ছিল প্রকৌশলী টিএস আইয়ুবের দিকে।
সোহাগ প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এক টাকাও অনৈতিক লেনদেন হবে না। যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং নওয়াপাড়া নৌবন্দরকে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি দলীয় মনোনয়নের জন্য তৃণমূল নেতা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।