বিএনপির নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের অবৈধ নির্বাচনে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওই নির্বাচনে বড় ধরনের ধোঁকা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এরপর থেকে তারা ১৬ বছর ধরে অসাধু পথে ক্ষমতায় থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে মেরে ফেলেছে এবং অনেককে জেল ও নির্যাতন করেছে।
দুলু বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তার বইতে লিখেছেন কিভাবে ওই নির্বাচনে কারচুপি করে বিএনপিকে হারানো হয়। তাই শুধু সাম্প্রতিক নয়, ২০০৮ সালের নির্বাচনের যারা জড়িত তাদেরকেও বিচার করা দরকার। তিনি আরও বলেন, ১/১১-এর সময় বিএনপির নেতা তারেক রহমানকে খুব কষ্ট দিয়ে নির্যাতন করা হয়েছিল, এজন্যই তিনি এখনো দেশের বাইরে আছেন।
দুলু বলেন, মানুষ সরাসরি তাদের পছন্দের লোককে ভোট দিতে চায়, জটিল পদ্ধতি চায় না। তিনি এসব কথা বলেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে এক জনসভায়। সেখানে অনেক বিএনপি নেতাকর্মীও ছিলেন।দুলু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের পরিকল্পনা করেছেন। দ্রুত এই সংস্কার শেষ করে দেশের নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর তাদের সহযোগীরা ময়দানে না আসলেও সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র করছে, তাই সবাই সতর্ক থাকুন। শেষে তিনি বলেন, গত ১৬ বছর ধরে যারা দেশের মানুষকে কষ্ট দিয়েছে, তাদেরকে কেউ ভুলবে না।