ঢাকা১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. এক্সক্লুসিভ
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. প্রেস বিজ্ঞপ্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. বিশ্বজমিন
  14. মতামত
  15. রাজনীতি

ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হবো জনগণের

admin
জুলাই ৫, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ওরা রাষ্ট্রের মালিক হতে চেয়েছে, আর আমরা জনগণের সেবক হতে চাই। মালিক হওয়ার স্বপ্ন আমরা দেখি না।” শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর শাখার আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “যারা ৫৪ বছর সংখ্যালঘুদের দুঃখের গল্প শুনিয়েছে, তারাই তাদের সম্পদ লুট করেছে। আমরা সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু মানি না। এই দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে। সংবিধান যে অধিকার দেবে, আমরা তা রক্ষা করব।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে দল-মত বা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। নির্বাচনে আমাদের পরিকল্পনা তুলে ধরা হবে। এমন সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেটা রাসূল (সা.) রেখে গেছেন—যেখানে একজন নারীও নিরাপদে দূরপথে ভ্রমণ করতে পারত।” তিনি বলেন, “যুব সমাজ যেন সৎভাবে এগিয়ে যায় এবং নির্বাচনে কেউ কোনো অপকর্ম করতে না পারে, সে জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা ও রংপুর অঞ্চলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। সভায় সভাপতিত্ব করেন মহানগর আমীর এটিএম আজম। এই জনসভায় রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।